Breaking News
Loading...
Wednesday, July 25, 2012

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম নেতা হলেন তাজউদ্দীন আহমদ। তিনি ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মৌলভী মো. ইয়াসিন খান এবং মা মেহেরুননেসা খান। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তাজউদ্দীন আহমদ। তিনি ১৯৪৪ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ঢাকা বোর্ডে দ্বাদশ স্থান এবং পরবর্তী সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অধিকার করেন। রাজনীতিতে যুক্ত হয়ে তিনি রাখেন অসাধারণ প্রতিভার স্বাক্ষর। ১৯৬৬ সালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত, সেই সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব দৃঢ়তা ও সাফল্যের সঙ্গে পালন করেন। একজন সৎ ও মেধাবী রাজনীতিবিদ হিসেবে জনগণের কাছে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। স্বাধীনতা-পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরো তিনজন জাতীয় নেতাসহ তাঁকে বন্দি করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এই মেধাবী রাজনীতিককে ঢাকা কেন্দ্রীয় কারাগারেই ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঘাতকরা গুলি করে হত্যা করে।

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.