সত্যজিৎ রায় বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। সাহিত্য জগতের খ্যাতনামা এক বাঙালি পরিবারে ১৯২১ সালের ২ মে তাঁর জন্ম হয়। তাঁর বাবা বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়। কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সত্যজিৎ পড়াশোনা করেন। তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র 'পথের পাঁচালী' ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, যাদের মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উৎসবে পাওয়া 'শ্রেষ্ঠ মানব দলিল' পুরস্কারটি। সত্যজিৎ রায়ের নির্মিত বিখ্যাত চলচ্চিত্রগুলো হলো- হীরক রাজার দেশে, পথের পাঁচালি, অপরাজিত, অপুর সংসার, গোপী গাইন বাঘা বাইন, অরণ্যের দিনরাত্রি, চারুলতা ইত্যাদি। শুধু চলচ্চিত্র নির্মাণই নয়, সত্যজিৎ বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র 'ফেলুদা' এবং 'প্রফেসর শঙ্কু' এর স্রষ্টা। সত্যজিৎ প্রচুর পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে একাডেমী সম্মানসূচক অস্কার পুরস্কারটি অন্যতম। তিনিই দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাঁকে অঙ্ফোর্ড বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। প্রথম চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে অঙ্ফোর্ডের ডিলিট পেয়েছিলেন চার্লি চ্যাপলিন। ১৯৯২ সালের ২৩ শে এপ্রিল সত্যজিৎ রায় মৃত্যুবরন করেন।
সত্যজিৎ রায়
Info Post
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.