জন্মেছিলেন জমিদার পরিবারে। সে সময় অন্য জমিদারদের মতোই প্রথম জীবনে ডুবে ছিলেন ভোগ-বিলাসে। মাত্র ১৫ বছর বয়সে পিতৃবিয়োগের পর জমিদারি পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তিনি; কিন্তু শৌখিন এই জমিদার একসময় আমূল বদলে গেলেন। যাবতীয় বিষয়-সম্পত্তি বিলিবণ্টন করে দিয়ে দরবেশের জীবনযাপন শুরু করলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি আঞ্চলিক ভাষায় সহজ সুরে প্রায় এক হাজার আধ্যাত্মিক গান রচনা করেন। স্থানীয় বাউল-ফকিররা তাঁর গান গেয়ে সেগুলোর ব্যাপক পরিচিতি ঘটান। এই মরমি কবি হলেন হাছন রাজা। যাঁর প্রকৃত নাম দেওয়ান হাছন রাজা। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর তৎকালীন সিলেট জেলার সুনামগঞ্জ শহরের সুরমা নদীর তীরবর্তী লক্ষ্মণশ্রী পরগনার তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বভাবকবি হাছন রাজা অল্প বয়স থেকেই গান রচনা শুরু করেন। তাঁর গানগুলোতে প্রেম ও বৈরাগ্যে ভরা আধ্যাত্মিকতার প্রভাব খেয়াল করা যায়। 'লোকে বলে বলে রে/ ঘরবাড়ি ভালা নাই আমার', 'মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে' ইত্যাদি গান তাঁর আধ্যাত্মিক দর্শনপূর্ণ গানের উদাহরণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও হাছন রাজার গানের আধ্যাত্মিকতা ও দর্শনচিন্তার প্রশংসা করেছেন। বিখ্যাত এই মরমি কবি হাছন রাজা ১৯২২ সালের ৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
হাছন রাজা
Info Post
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.