ঢাকার পঞ্চায়েত ব্যবস্থার একজন অন্যতম ব্যক্তিত্ব মওলা বখ্শ সরদার। ঢাকার সর্বশেষ সরদার ছিলেন তিনি। ১৯০৯ সালে সূত্রাপুরের ওয়াল্টার রোডে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা যোগীনগরের এক টোলে। ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশনে মাধ্যমিক পর্যন্ত পড়েন। শৈশবে পৈতৃক ব্যবসার সঙ্গে না জড়িয়ে কলকাতায় গিয়ে এক ওয়ার্কশপে কাজ শেখেন। পরে ঢাকায় ফিরে 'এঙ্গেল ওয়ার্কশপে' চাকরি নেন তিনি। এক ব্রিটিশ ভদ্রলোক এ ওয়ার্কশপের মালিক। পরে এ ওয়ার্কশপটি মওলা বখ্শ সরদারকে দান করেন সেই ব্রিটিশ ভদ্রলোক। এবং ব্রিটিশ ভদ্রলোক চলে যান স্বদেশে। ১৯৪২ সালে ব্রিটিশরা আবার এটি অধিগ্রহণ করে। ১৯৪৪ সালে ঢাকার নবাব কর্তৃক 'বাইশ পঞ্চায়েতের' একজন সরদার মনোনীত হন মওলা বখ্শ সরদার। তিনি ১৯৬২ ও ১৯৬৫ সালে ঢাকা পৌরসভার কমিশনার নির্বাচিত হন। ফরাশগঞ্জ ক্লাবের যাত্রা শুরু হয় তাঁর বাড়িতেই। নর্থব্রুক হল লাইব্রেরির সংস্কারও করেন তিনি। ১৯৮৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদনা : মাহমুদুল হাসান
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.