Breaking News
Loading...
Thursday, January 14, 2010


রাহুল শর্মা ১৯৭২ সালে জন্মগ্রহন করেন। ছোটবেলা থেকেই তাঁর সংগীতের প্রতি প্রবল আগ্রহ ছিল। তিনি গান গাওয়া ও হারমোনিয়াম বাজানো শুরু করেন। সংগীতে হাতেখড়ি হয় পিতা পণ্ডিত শিবকুমার শর্মার কাছেই। তের বছর বয়সে সন্তুর বাজানো শুরু করলেও ১৭ বছর বয়স পর্যন্ত তিনি নিশ্চিত ছিলেন না যে সংগীতকেই পেশা হিসেবে বেছে নেবেন। রাহুল শর্মা মুম্বাই মিথিবাই কলেজ থেকে অর্থনীতির উপর শিক্ষা গ্রহন করেন। ২৪ বছর বয়সে তিনি পিতার সাথে বাদ্যকলা প্রদর্শন শুরু করেন। ২০০০ সালে তাঁর সংগীত জীবনে নতুন দিক সূচিত হয়। টিউরিনে অনুষ্ঠিত লাইভ পারফরমেন্স নিয়ে তাঁকে ফিচার করে রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস "মিউজিক অব দ্য হিমালয়াজ" নামে একটি এলবাম প্রকাশ করে; সাথে পণ্ডিত ভবানি শঙ্কর এবং তবলা বাদক ওস্তাদ শফাত আহমেদ খানকে ফিচার করা হয়। রাহুল উত্তর আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, দেশী-বিদেশী সংগীত উৎসব (যেমন: WOMAD) প্রভৃতিতে বাদ্যকলা প্রদর্শন করেছেন। তাঁর পিতার সাথেও অনেকগুলো এলবাম বের করেছেন। আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত পিয়ানোবাদক রিচার্ড ক্লেইডারম্যান এবং কীবোর্ডবাদক কেরসি লর্ডের সাথেও যৌথভাবে কাজ করেছেন। "দ্য কনফ্লুয়েন্স" এলবামে ছয়টি সংগীত ছিল তাঁর কম্পোজ করা। "মুজসে দোস্তি করোগে" ছায়াছবির মাধ্যমে তাঁর বলিঊডে কাজ শুরু হয়। ২০০২ সালে জি-বলিউড মিউজিক এওয়ার্ড অনুষ্ঠানে "বেস্ট ডেব্যু মিউজিক ডাইরেক্টর" ক্যাটেগরিতে তিনি পুরস্কার পান। এখন পর্যন্ত তাঁর শেষ এলবাম ছিল "টাইম ট্র্যাভেলার"।
নিচে পণ্ডিত শিবকুমার শর্মা এবং রাহুল শর্মার বাদ্যকলা প্রদর্শনের কিছু ইউটিউব ভিডিও যুক্ত করে দেওয়া হলো।

0 comments:

Post a Comment