Breaking News
Loading...
Thursday, January 14, 2010

 
পণ্ডিত শিব কুমার শর্মা ১৯৩৮ সালে জম্মুতে জন্মগ্রহন করেন। তাঁর বাবার নাম পণ্ডিত উমা দত্ত শর্মা। ১৯৯৯ সালে রেডিফ.কমে দেওয়া এক সাক্ষাতকার থেকে জানা যায়- তাঁর পিতার কাছে পাঁচ বছর বয়সেই সরগম এবং তবলার উপর শিক্ষা শুরু হয়। পণ্ডিত শম্ভু নাথ সপরি সন্তুরের উপর গবেষণা করছিলেন এবং তাঁর ইচ্ছা ছিল শিবকুমার যেন হোন সন্তুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কলাকার। পণ্ডিত শম্ভুনাথ সপরির স্বপ্নকে সাকার করতে ১৩ বছর বয়সেই তিনি সন্তুর বাজানো শেখা শুরু করেন। ১৯৫৫ সালে মুম্বাইয়ে প্রথম জনসম্মুখে সন্তুর বাদ্যকলা পরিবেশন করেন। পণ্ডিতজী তাঁর প্রথম একক এল্বাম রেকর্ড করেন ১৯৬০ সালে। ১৯৬৫ সালে হিন্দি ছায়াছবি "ঝনক ঝনক পায়েল বাজে"-তে সংগীত কম্পোজ করেন। ১৯৬৭ সালে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পণ্ডিত ব্রিজ ভূষণ কবরার সাথে তিনি যৌথভাবে "কল অব দ্য ভেলি" নামে একটি কনসেপ্ট এলবাম তৈরি করেন। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার সাথে যৌথভাবে তিনি শিব-হরি নামে "সিলসিলা(১৯৮৫)" ছবিতে কাজ করেন। অন্যান্য ছায়াছবিগুলো হচ্ছে- ফসল(১৯৮৫), চাঁদনী(১৯৮৯), লমহে(১৯৯১), ডর(১৯৯৩)। ১৯৯৬ সাল থেকে তিনি তাঁর পুত্র ও শিষ্য রাহুল শর্মার সাথে একসাথে বাদ্যকলা প্রদর্শন শুরু করেছেন।

0 comments:

Post a Comment