শাহজাহান সাজু
Info Post
নারীমেলা বুটিকের কর্ণধার শাহজাহান সাজু। একজন সফল ক্রাফট প্রমোটার। শাহজাহান সাজুর জন্ম ১৯৫৮ সালের ১ সেপ্টেম্বর। ১৯৭২ সালে তিনি রমিজউদ্দীন স্কুল থেকে এসএসসি পাস করেন। ’৭৪ সালে তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করে মার্চেন্ট নেভি হিসেবে শিপিংয়ে যোগ দেন। তিনি ছিলেন বাংলাদেশ শিপিং অ্যাসোশিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। ’৮৪ সাল পর্যন্ত তিনি শিপিংয়ের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ফেরদৌস আরা জাহানের সঙ্গে বিয়ে বন্ধনে আবন্ধ হন। তারপর শুরু করেন ট্রান্সপোর্ট বিজনেস। ’৮৪ থেকে ’৯৮ সাল পর্যন্ত ট্রান্সপোর্ট ব্যবসা করে তিনি চলে আসেন বুটিক ব্যবসায়। আত্মনিয়োগ করেন সৃষ্টিশীল পেশায়। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে ‘নারীমেলা’ নামক বুটিক শপ দুটিকে জনপ্রিয়তার শীর্ষে রেখে নিজের জীবনের সঙ্গে বিচ্ছেদ ঘটালেন মাত্র ৫২ বছর বয়সে। হঠাত্ করেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ২০১০ সনের ২০ মে সকাল ১১টা ২৫ মিনিটে মাত্র এক ঘণ্টার নোটিশে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
0 comments:
Post a Comment