Breaking News
Loading...
Sunday, June 27, 2010

ব্রাজিলের মাঝমাঠের এক দুর্দান্ত ফুটবল খেলোয়ার কাকা। ব্রাজিলের আক্রমণভাগের প্রাণভোমরা তিনিই। তাঁর বানিয়ে দেওয়া বলই মারণাস্ত্র বানিয়ে প্রতিপক্ষের ওপর হামলে পড়বেন রবিনহো-ফ্যাবিয়ানোরা। কাকা খেলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর একটি রিয়াল মাদ্রিদে।
১৯৮২ সালের ২২ এপ্রিল ব্রাজিলের ব্রাসিলিয়ায় কাকার জন্ম। তাঁর পুরো নাম রিকার্ডো আইজেকসন দস সান্টোস। তবে তিনি কাকা নামেই বেশি পরিচিত। এটি পর্তুগিজ নাম। তাঁর সাত বছর বয়সে পরিবার সাও পাওলো চলে আসে। স্কুলে পড়ার সময় আলফাভিল নামে স্থানীয় একটি ক্লাবে খেলার সুযোগ পান তিনি। স্থানীয় ফুটবল প্রতিযোগিতায় এটি ফাইনালে ওঠার সুযোগ পায়। এ সময় কাকার ওপর নজর পড়ে ব্রাজিলের বিখ্যাত ক্লাব সাও পাওলো এফসির। ১৮ বছর বয়সে সুইমিং পুলে সাঁতার কাটার সময় শিরদাঁড়ায় আঘাত পেয়ে তাঁর ফুটবল খেলা বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। পরে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন।
২০০৩ সালে লোভনীয় অঙ্কের টাকার বিনিময়ে ইউরোপের বিখ্যাত ক্লাব এসি মিলানে যোগ দেন। সে বছর ৩০টি খেলায় অংশ নিয়ে ১০টি গোল করেন তিনি। এসি মিলান দুটি প্রতিযোগিতায় শিরোপা জয় করে। কাকার ওপর নজর পড়ে ধনাঢ্য ক্লাব রিয়ালের। বড় অঙ্কের টাকা খরচ করে তাঁকে কিনে নেয় রিয়াল।
২০০৩ সালে কাকার অধিনায়কত্বে ব্রাজিল অনূর্ধ্ব ২৩ কনক্যাকাফ গোল্ডকাপে অংশ নিয়ে রানার্সআপ হয়। ২০০৫ সালে জার্মানিতে অনুষ্ঠিত ফিফা কনফেডারেশনস কাপে ব্রাজিলের জাতীয় দলের পক্ষে খেলেন তিনি। এতে পাঁচটি ম্যাচেই খেলেন তিনি। ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে একটি গোল করেন।
২০০৬ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলায় কাকার একমাত্র গোলে জিতে যায় ব্রাজিল। ওই খেলায় কাকা সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

0 comments:

Post a Comment