Breaking News
Loading...
Friday, July 9, 2010

২০০৯ সালে হার্পার কলিন্স পাবলিশার্স থেকে প্রকাশিত হয় একটি অনন্য গ্রন্থ। ‘দ্যা ল্যাচুনা’ শিরোনামের এ গ্রন্থটিতে উঠে এসেছে জাতিগত পরিচয় নিয়ে দ্বন্ধ-সংকট মোকাবেলা করে প্রতিনিয়ত জীবনধারণ করার এক নিটোল গল্প। ম্যাক্সিকো এবং পার্ল হারবারকে কেন্দ করে এপিকধর্মী এ গ্রন্থটির রচয়িতা বারবারা কিংস্লোভার। এ গ্রন্থটির জন্য তিনি এ বছর অরেঞ্জ সাহিত্য পুরস্কার লাভ করেন। বারবারার জš§ ১৯৫৫ সালের ৮ এপ্রিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যন্ডে জন্মগ্রহণ করলেও তাঁর শৈশবের অনেকটা সময় কাটে আফ্রিকার বিভিন্ন প্রদেশে। জীববিজ্ঞানে উচ্চতর পড়াশুনা করেও তিনি কাজ করতে ভালোবাসেন মূলত মনস্তত্ব নিয়ে। ফলে সাহিত্যের প্রতি ঝোঁকই বেশি। কঙ্গোর এক মিশনারী পরিবারের ঘটনার আবর্তে রচিত ‘দ্যা পয়সন্ড বাইবেল’ তাঁর বহুল আলোচিত উপন্যাস তাঁর উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে ‘হোল্ডিং দ্যা লাইন’ (১৯৮৩), ‘হোমল্যান্ড এন্ড আদার স্টোরিস’ (১৯৮৯), ‘অ্যানিমেল ড্রিমস’ (১৯৯০), ‘অ্যানাদার অ্যামেরিকা’ (১৯৯২), পিগস্ ইন হ্যাভেন’ (১৯৯৩), হাই টাইড ইন টাগস্ন’ (১৯৯৫), ‘প্রোডিক্যাল সামার’ (২০০০), ‘স্মল ওন্ডার এসেইস’ (২০০১) ইত্যাদি। সাহিত্যধারায় তাঁর অর্জনও কম নয়। ২০০০ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপ্রধান বিল ক্লিনটন তাঁকে ন্যাশনাল হিউমেনিটিস মেডেল প্রদান করেন। পুলিৎজার এবং পিইএন পুরস্কারের জন্য মনোনীত হন কয়েকবার। জেমস ব্র্যাড পুরস্কার, টাইম বুক পুরস্কার তাঁর অন্যতম অর্জন। ২০১০ সালে অরেঞ্জ সাহিত্য পুরস্কারের পনেরো বছর পূর্তির এক অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হয় অরেঞ্জ সাহিত্য পুরস্কার।

0 comments:

Post a Comment