হাসান হাফিজুর রহমান
Info Post
একুশে সংলনের পথিকৃৎ ব্যক্তি হাসান হাফিজুর রহমান ১৯৩২ সালের ১৪ জুন জামালপুরে জন্মগ্রহণ করেন। তারা ১০ ভাই-বোন। তার মধ্যে ফারুক হাসিবুর রহমান ও কায়সার আমিনুর রহমান ১৯৭১ সালে মুক্তি যুদ্ধে শহীদ হন। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ না করে পাসকোর্সে বিএ পাস করেন। ১৯৪৬-৪৯ এর মাঝামাঝি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'প্রগতি লেখক ও শিল্পী সংঘে'র জড়িত ছিলেন। ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রথম পর্ব এমএ শ্রেণীতে ভর্তি হন। তার জীবন ও শিল্পবোধে ভাষা আন্দোলন হয়ে উঠেছিল নবমাত্রিক সৃজন প্রেরণার বীজশক্তি। তার অমর একুশের প্রথম কবিতা 'আমার একুশে' ১৯৫২-এর মার্চ/এপ্রিলের দিকে রচিত হয়। একুশের উপর প্রথম সম্পাদিত গ্রন্থ 'একুশে ফেব্রুয়ারি' হাসান হাফিজুর রহমানের জীবনের এক বড় উজ্জ্বল অধ্যায়। তার 'অমর একুশে' কবিতাটি এই সংকলনে ছাপা হয়। ১৯৫৪ সালে ডাকসুর সাহিত্য সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কুমিল্লার নিজ গ্রাম থেকে মুক্তিযোদ্ধাদের মনোবলকে উৎসাহিত করতেন। তার সম্পাদনায় ষোলখণ্ডে পরিকল্পিত 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিললপত্র' সংকলনের কাজ সম্পাদন করেন। এই কাজের সময় গুরুতর অসুস্থ হয়ে সোভিয়েত ইউনিয়নে ১৯৮৩ সালের ১ এপ্রিল তার প্রয়াণ ঘটে।
0 comments:
Post a Comment