Breaking News
Loading...
Friday, July 2, 2010

মিসেস আখতার ইমাম। আমাদের পশ্চাদপদ নারী সমাজের এক অনুকরণীয় দৃষ্টান্ত। শিক্ষা ও কর্মজীবনের প্রায় সবক্ষেত্রে প্রথমস্থান অধিকার করা ছাড়াও হল প্রশাসনে তাঁর দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম নারী শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থীদের হল ‘উইম্যান্স হল’ (বর্তমানে রোকেয়া হল) এর প্রথম প্রাধ্যক্ষ। জš§ ৩০ ডিসেম্বর, ১৯১৭, ঢাকার নারিন্দায়। ইডেন স্কুল ও কলেজ থেকে কোলকাতার বেথুন কলেজে এবং দর্শনশাস্ত্রে ¯œাতক সম্পন্ন করেন ১৯৩৭ সালে। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করায় তিনি ‘গঙ্গামণি দেবী স্বর্ণপদক’ এ ভূষিত হন। স্বামীর অকাল মৃত্যু ঘটে এবং বিধবা মা তাঁর সন্তানদের নিয়ে শুরু করেন নতুন যুদ্ধ- জীবনের যুদ্ধ। ১৯৪৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রী লাভ করেন। ‘মুসলিম এজুকেশন ফান্ড’ এর ওভারসীজ বৃত্তি নিয়ে ১৯৫২ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন। ১৯৬৩ থেকে ১৯৬৫ দু’বছর নটিংহাম বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রে গবেষণা করেন। ১৯৬৮ সালে পাকিস্তান ফিলোসফিক্যাল কংগ্রেসের পঞ্চদশ অধিবেশনে তিনি জেনারেল প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং এক্ষেত্রেও তিনিই প্রথম নারী। তিনি বাংলাদেশ লেখিকা সংঘের তিন বছর সভানেত্রী ছিলেন। ২০০৯ সালের ২২ জুন তিনি মৃত্যুবরণ করেন।

0 comments:

Post a Comment