Breaking News
Loading...
Sunday, August 22, 2010

আইয়ূব বাচ্চু একাধারে একজন কম্পোজার, গায়ক ও গিটারিস্ট। সংগীতে জগতে তিনি রয়েছেন প্রায় ৩০ বছর। তিনি ১৬ আগস্ট ১৯_ _ সনে জন্মগ্রহন করেন। তাঁর ডাক নাম রবিন।

ফিলিংস নামের একটি ব্যান্ড দলের হয়ে কাজ শুরুর আগে বন্ধুবান্ধবদের সাথে গোল্ডেন বয়েজ, আগলি বয়েজ, স্পাইডার নামের বিভিন্ন ব্যান্ড দল গড়েছিলেন তিনি।

ফিলিংস-এর হয়ে চট্টগ্রামে একটি হোটেলে গান করতেন তারা। এরপর ১৯৮০ সালে সোল্স-এ কাজ শুরু করেন।

হার্ড রক ধরনের গান করার জন্য ১৯৯০ এর দশকে তিনি এলআরবি গঠন করেন। সেসময় ১৯৯১ সালে এলআরবি নামে একটি এলবাম বের করেন তারা।

আইয়ূব বাচ্চুর সংগীতের অনুপ্রেরণা জিমি হেন্ডরিক্স, জো স্যাটরিনি, স্টিভ মুর এমন অনেকেই। তবে তিনি তাদের গানের অনুকরণ করতে চান না মোটেও। তিনি তাদের পথে হাঁটতে চান মোটে।

মুলত: রক ঘরনার গান করলেও আধুনিক, ক্ল্যাসিকাল, লোকগীতি ইত্যাদি ঘরনার গানও করেছেন আইয়ূব বাচ্চু । এধরনের গানের ক্ষেত্রেও শ্রোতাদের সাড়াও পেয়েছেন প্রচুর। আব্দুল আলীম-এর একটি এ্যালবাম রিমেক করেছেন তিনি, এবং সেখানে শ্রোতাদের প্রচুর সাড়া পেয়েছেন ।

আয়ুব বাচ্চুর গানের ভক্তদের অনেকেরই অভিযোগ এমন যে এই সময়ের এসে আপনি বানিজ্যিক গানের প্রতি বেশী মনোযোগ দিচ্ছেন। গান যারা শোনেন তারা আপনার জনপ্রিয় গানগুলি যেমন, সেই তুমি কেন এতো অচেনা হলে, রুপালী গিটার, কষ্ট পেতে ভালোবাসি, হাসতে দেখ গাইতে দেখ -- এমন সব গানের পরে আম্মাজান কিংবা এক চালা টিনের ঘর এমন গানগুলো তারা ভালোভাবে নেয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন এখন আর তারা এমন গান করেন না। তবু তিনি মনে করেন ওই গানেরও শ্রোতা নিশ্চই আছে।

তার গাওয়া জনপ্রিয় গানের কয়েকটি হলঃ

১.সেই তুমি কেন অচেনা হলে (সুখ)
২.রূপালি গিটার (সুখ)
৩.রাত জাগা পাখি হয়ে
৪.কষ্ট পেতে ভালবাসি (কষ্ট)
৫.মাধবি
৬.ফেরারি মন
৭.এখন অনেক রাত
৮.ঘুমন্ত শহরে
৯.বার মাস
১০.হাসতে দেখ
১১.এক আকাশের তারা
১২ প্রেম তুমি কি?
১৩ বেলা শেষে
১৪. ঘর
১৫. উড়াল দেব আকাশে
১৬.একদিন ঘুম ভাঙ্গা শহরে
১৭.এক আকাশের তারা(নদীর বুকে চাঁদ)
১৮.কি সুখে আছি (বাজনা)

উল্লেখযোগ্য ডুয়েট এ্যালবামঃ

১.নদীর বুকে চাঁদ ১,২
২.বাজনা
৩.যন্ত্রনা
৪.পিয়ানো।
৫.আচল
৬.দিল
৭.মাটি

তাঁর একক একক অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্যঃ
১.ময়না
২.কষ্ট
৩.প্রেম তুমি কি
৪.দুটি মন
৫.সময়
৬.একা
৭.পথের গান
৮.ভাটির টানে মাটির গানে (আব্দুল আলিমের গাওয়া গান নিয়ে)
৯. জীবন
১০.Sound of Silence (যন্ত্রসঙ্গীত)
১১। রিমঝিম বৃষ্টি
গিটারে তিনি সারা ভারতীয় উপমহাদেশে বিখ্যাত। জিমি হেন্ড্রিক্স এবং জো স্যাট্রিয়ানীর বাজনায় তিনি দারুনভাবে অনুপ্রাণিত। আইয়ুব বাচ্চুর নিজের একটি স্টুডিও আছে। ঢাকার মগবাজারে অবস্থিত এই মিউজিক স্টুডিওটির নাম এবি কিচেন (AB Kitchen)।

0 comments:

Post a Comment