Breaking News
Loading...
Saturday, August 21, 2010

পশ্চিম বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। নিশ্চয়ই ভুলে যাননি 'পরামিতার একদিন' ছবিতে ঋতুপর্ণার সেই দূর্দান্ত অভিনয়। বেশকিছু হিন্দি ছবিতে অভিনয় করা ঋতুপর্না একসময় এফডিসি কাপিয়ে বেড়িয়েছেন।
ঋতুপর্নার জন্ম ৭ই নভেম্বর ১৯৭১ এ কলিকাতায়। সেখানেই লেখাপড়া এবং পরে কলিকাতা ইউনিভাসিটি থেকে Modern History এর উপর মাস্টার্স করেন। ঋতুপর্নার অভিনয় জীবন শুরু ১৯৯৫ সালে একটি ছবিতে সহ-অভিনেত্রীর চরিত্রে। কিন্তু খুব কম সময়েই পরিচালকদের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হন। ফলশ্রুতিতে পরামিতার একদিন, মন্দমেয়ের উপাখ্যান, দহন প্রভৃতি হিট বইয়ের নায়িকা চরিত্রে অভিনয় করেন। একসময় ঋতুপর্না প্রচুর বাংলাদেশি চলচিত্রে অভিনয় করেছেন। বাংলাদেশের তদানিন্তন প্রায় সব নায়কের বিপরীতই তার অভিনীত ছবি গুলো বেশ ব্যবসা সফল ছিল।

তবে ঋতুপর্নার বিরুদ্ধে বেশ কিছু সমালোচনাও শোনা যায়। বিশেষত বাংলাদেশে চলচিত্রে অশ্লীনতার জন্য অনেকেই তাকে দুষেন। তবে এটা যদিও ঠিক ঋতুপর্ণা বেশকিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন, তবে তা হয়তো করেছেন চরিত্রের প্রয়োজনেই আর পরিচালকের নির্দেশে। তবে সবকিছু ছাড়িয়ে ঋতুপর্না যে একজন সত্যিকার অভিনেত্রী তা তিনি বহু ছবিতে প্রমান করেছেন।

0 comments:

Post a Comment