Breaking News
Loading...
Wednesday, August 25, 2010

কনা সঙ্গীত শিল্পী হিসাবেই বেশী পরিচিত। তবে অভিনয় ও উপস্থাপনাতেও তার বৈচিত্র্যময় শিল্পীসত্তার বিকাশ লক্ষনীয়। নিম্নে তার সংক্ষিত জীবন বৃত্তান্ত লেখা হলঃ
পুরো নাম: দিলসাদ নাহার কনা

যে নামে পরিচিতি: কনা

ডাক নাম: কনা

আদরের নাম: কনামণি, কুনু

জন্মতারিখ: ১৫ এপ্রিল

সময়: ফজরের আজানের পূর্বে

জন্মস্থান: ঢাকা

বাবার নাম: মোঃ দৌলত উল্লাহ

দাদার নাম: কালু মুন্সী

পৈতৃক নিবাস: গাজীপুর

মায়ের নাম: লুৎফুন নাহার

নানার নাম: আব্দুল ওহাব বাদশা মিয়া

নানার বাড়ি: বিক্রমপুর

বাবা-মায়ের বিয়ে: ২৭ মার্চ

ভাই বোন: ২ বোন ১ ভাই (আমি মেজো)

উচ্চতা: ৫ ফুট

শিক্ষা: গ্রাজুয়েশন

প্রথম বিদেশ ভ্রমণ: আমেরিকা

প্রথম শাড়ি পরা: বাচ্চা বয়সে। সম্ভবত তখন নার্সারিতে পড়ি। মনে পড়ে, স্কুলের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে শাড়ি পরা হয়

প্রথম মাছ ধরা: নানার বাড়িতে (বিক্রমপুর)

প্রথম পারফরমেন্স: বিটিভির ‘এসো গান শিখি’ অনুষ্ঠানে

প্রথম খ্যাতি: ‘জ্যামিতিক ভালোবাসা’ অ্যালবামে গান করে

প্রথম টার্নিং পয়েন্ট: এনটিভির ‘তোমাদের পেলো বাংলাদেশ’ অনুষ্ঠানটি উপস্থাপনা করে

পত্রিকার কভারে প্রথম: আনন্দধারা


প্রথম বিদেশে শুটিং: ব্যাংককে (‘নকল পোশাক’ নামের একটি নাটকে কাজ করেছিলাম)

প্রথম পুরস্কার: ছোটবেলায় ব্রিটিশ কাউন্সিলে এক প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত গেয়ে প্রথম হয়েছিলাম

 প্রথম চলচ্চিত্রের গান: আবিদ রনির সুরে

গানে হাতেখড়ি: মায়ের কাছে

মোট অ্যালবাম: প্রায় ২০টি

মোট সলো: ২টি

নিজের গাওয়া প্রিয় গান: বাদলা দিনে, বরষা, জ্যামিতিক ভালোবাসা

উল্লেখযোগ্য পুরস্কার: ছোটবেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ, রেডক্রিসেন্ট সোসাইটি এবং বড়বেলায় বাসচাস পুরস্কার পেয়েছি। তবে আমার মনের মতো পুরস্কার এখনও পাইনি।

0 comments:

Post a Comment