কণ্ঠশিল্পী বেবী নাজনীন ১৯৬৫ সালের ২৩ আগস্ট সীমান্ত শহর নীলফামারীর সৈয়দপুরে জন্মগ্রহণ করেন। এক সংস্কারমুক্ত পরিবারে তার বেড়ে ওঠা। শৈশবে দুরন্তপনার পাশাপাশি সুরের সঙ্গে ঘটে মেলবন্ধন। স্থানীয়, আঞ্চলিক, জাতীয় অনুষ্ঠান এবং রেডিও-টিভিতে গান করে খ্যাতি করায়ত্ত করেন শিশু বয়সে। জয় করেন জাতীয় শিশুশিল্পী পুরস্কার [১৯৭৬, ৭৭, ৭৮ এবং ৭৯]। দেশের সেরা গায়িকা হিসেবে বেবী নাজনীন ২০০৩ সালে সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া বাচসাস এবং সিজেএফবি পুরস্কার পেয়েছেন বহুবার।
তাঁর অনেক এ্যালবামেই নিজের লেখা এবং সুরারোপিত গান গেয়েছেন তিনি। অডিও বাজারে তাঁর ৪২টি এককসহ এবং দেড় শতাধিক মিক্সড অডিও এ্যালবাম প্রকাশিত হয়েছে। কবিতা লিখতে ভালবাসেন তিনি । 'সে', 'ঠোঁটে ভালবাসা' এবং 'প্রিয়মুখ' শিরোনামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। সাধনার শুরু থেকে সঙ্গীতের বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে ছুটে চলা সময়ে বেবী নাজনীন পেয়েছেন 'উত্তর বঙ্গের দোয়েল', 'ব্ল্যাক ডায়মন্ড', 'কৃষ্ণ হীরক', 'কৃষ্ণ কলি' খ্যাতি।
বেবী নাজনীন
Info Post
0 comments:
Post a Comment