Breaking News
Loading...
Saturday, August 21, 2010

লাদেনপুত্র ওমর বিন লাদেন ১৯৮১ সালে সৌদি আরবের এক বিত্তবান পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯ ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ। তার বাবা ওসামা বিন লাদেন যখন ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত সুদানে নির্বাসনে ছিলেন তখন ওমর তার বাবার সঙ্গী হয়েছিলেন। এরপর তারা আফগানিস্তানে আসে। ১৪ বছর বয়সে ওমর আল কায়দা ক্যাম্পে ৬ বছর প্রশিক্ষণ নেওয়ার পর ২০০০ সালে ক্যাম্প ত্যাগ করেন। কারণ এ ধরনের কাজকর্ম তার ভালো লাগেনি। তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবাও বাধা দেননি। যুক্তরাষ্ট্রে যখন ৯/১১ এর হামলার ঘটনা ঘটে তখন তিনি ছিলেন সৌদি আরবে। সৌদি আরবে ওমরের রয়েছে বড় ব্যবসা-প্রতিষ্ঠান। ২০০৭ সালের জুলাই মাসে ওমর ব্রিটিশ নারী জানিয়া ফেলিঙ্ ব্রাউনকে মুসলিম ধর্মরীতি অনুযায়ী বিয়ে করেন। জানিয়া পরে তার নাম পরিবর্তন করে নতুন নাম দেন জানিয়া মুহাম্মদ আল সাবাহ। জানিয়া ওমরের চেয়ে ২৫ বছরের বড়। তার বর্তমান বয়স ৫৪ বছর। ওমরকে বিয়ে করার আগে তিনি আরো পাঁচবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ১৬ বছর বয়সে সৌদি এক যুবককে তিনি প্রথম বিয়ে করেন। তার মাধ্যমে জানিয়া লাদেন পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হন। জানিয়াও ওমরের দ্বিতীয় স্ত্রী। এর আগে ওমরও বিয়ে করেছিলেন। রোগাক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার সময় ওমরের সঙ্গে জানিয়ার প্রথম সাক্ষাৎ হয়। এরপর দু'জন দু'জনার প্রেমে পড়েন। সম্প্রতি দ্য সান পত্রিকা জানিয়েছে, তাদের মধ্যকার সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। মাদকাসক্ত হয়ে একটি মানসিক হাসপাতালে ভর্তি হওয়ার পর জানিয়া তাকে ডিভোর্স দেন।

0 comments:

Post a Comment