Breaking News
Loading...
Tuesday, September 28, 2010

ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ'-এর অভিনেতা সাইফুদ্দিন আহমেদের জন্ম আসামের ধুবরীতে ১৯২৭ সালে। এ ছবির নির্মাতা আব্দুল জব্বার খাঁ সম্পর্কে তার বড় বোন জামাই। সাইফুদ্দিন অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে জোয়ার এলো, নাচঘর, উজালা, বাঁশরী, সমাপ্তি, আঁকাবাঁকা, ময়নামতি, নীল আকাশের নীচে, বেদের মেয়ে জোছনা প্রভৃতি। সর্বশেষ তিনি চাষী নজরুল ইসলামের হাছন রাজা ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু সংলাপ মনে না রাখতে পারার কারণে নিজেই অভিনয় করেননি। এরপর আর কোনো নাটক বা চলচ্চিত্রে তিনি অভিনয় করেননি।
সাংসারিক জীবনে তার এক ছেলে ও তিন মেয়ে।

মৃত্যুর মাস ছয়েক আগে তিনি স্ত্রী সুফিয়া বেগমসহ প্রিয় কর্মস্থল বিএফডিসি ঘুরে যান। সে সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন সাইফুদ্দিন। চলতি বছরের ১৯ জুন সাইফুদ্দিন বিছানা থেকে পড়ে গিয়ে হিপজয়েন্টে মারাত্মক আঘাত পান। এতে তার হাড় ভেঙে যায়। এ অবস্থায় ওইদিনই তাকে দ্রুত সিএমএইচ-এ ভর্তি করা হয়। শুরুতে খাওয়া-দাওয়া স্বাভাবিকভাবে করতে পারলেও জীবনের শেষ দিকে এসে তা আর করে উঠতে পারছিলেন না। তাকে পাইপের মাধ্যমে খাওয়ানো হতো। এর আগে ২০০৬ সালে আলজিমার্স রোগে আক্রান্ত হয়ে স্মৃতি ও বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি। অবশেষে ২০১০ সনের ২৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

0 comments:

Post a Comment