২০১০ সনে মিস ইউনিভার্স নির্বাচিত মেক্সিকোর সুন্দরী জিমেনা নাভারেত এর জন্ম ১৯৮৮ সালের ২২ ফেব্রুয়ারি মেক্সিকোর জালিসকো রাজ্যের গুয়াদালাজারায়।
১৯৫২ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিশ্বের সেরা সুন্দরীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হন মিস ইউনিভার্স জিমেনা নাভারেত রোজিটি নামের এই সুন্দরী। পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি উচ্চতার জিমেনা বিজয়ী হওয়ার ঘোষণা শুনে বিস্ময়ে হতবাক হয়ে পড়েন। অবশ্যই এর পেছনে যথেষ্ট যুক্তিও ছিল। এত এত সেরা সুন্দরীর মধ্য থেকে বিজয়ী হওয়া তো আর চাট্টিখানি কথা নয়! তবে সবকিছু পেছনে ফেলে জয়ী হয়েছেন কালোকেশী, শ্যামাঙ্গী জিমেনা নাভারেত। এ প্রতিযোগিতায় ৮২ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। বিজয়ী হয়েই জানালেন নিজেকে দেশ ও বিশ্বের মধ্যে তুলে ধরার কথা। ২৩ আগস্ট যুক্তরাস্ট্রের লাসভেগাসে জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রতিযোগিতার চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হয়। এবার প্রথম রানারআপ হয়েছেন ইয়েন্দি ফিলিপস ও দ্বিতীয় রানারআপ হয়েছেন জেসিনটা ক্যাম্পবেল।
তবে মিস ইউনিভার্স হওয়া পর্যন্ত এতটা পথ আসার ক্ষেত্রে যথেষ্ট উজ্জ্বলতার পরিচয় দিয়েছেন জমেনা। সেই ১৫ বছর বয়সে মডেলিংয়ে হাতেখড়ি। তার পর থেকেই এ কাজে লেগে আছেন। আর তাই শোবিজের ঝলমল ভুবনের সঙ্গে পরিচয়টাও অনেক দিনের।
বাঘা বাঘা বিচারকের মুখোমুখি হতে হয়েছে প্রতিযোগীদের। সেখানে ভালোভাবে উতরে গেছেন জিমেনা। বিজয়ী হওয়ায় ১৯ বছর পর আবারও মেক্সিকোয় গেল মিস ইউনিভার্সের মুকুট। এর আগে প্রথম মেক্সিকান হিসেবে ১৯৯১ সালে লুপিতা জোনস জিতেছিলেন মিস ইউনিভার্স মুকুট। আবার মেক্সিকোয় এ মুকুট নিতে পেরে উচ্ছ্বসিত জিমেনা বলেন, ‘মেক্সিকোর সব মানুষ আনন্দিত হয়েছে, এতে নিজেকে আমি খুব গর্বিত মনে করছি।’ মিস ইউনিভার্স হয়ে জিমেনা পুরস্কার হিসেবে হিরায় খচিত মুকুট ছাড়া পেয়েছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমির এক বছরের বৃত্তি এবং বিনা মূল্যে এক বছর পোশাক, জুতা ও চুলের সজ্জার বিভিন্ন উপকরণসামগ্রী। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা।
জিমেনা নাভারেত
Info Post
0 comments:
Post a Comment