Breaking News
Loading...
Thursday, October 21, 2010

অভিনেতা রিয়াজ ২৬ অক্টোবর ১৯_ _.
১৯৯৫ সালে দেওয়ান নজরুল পরিচালিত 'বাংলার নায়ক' ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ আজকের প্রতিষ্ঠিত অভিনেতা রিয়াজের। প্রথম ছবিতে ঝলসে উঠতে না পারলেও সুদর্শন হওয়ায় ধীরে ধীরে নির্মাতাদের দৃষ্টি কেড়ে নেন। একে একে অভিনয় করেন দীলিপ বিশ্বাস (অজান্তে), মোহাম্মদ হোসেন (প্রিয়জন)-এর তো খ্যাতনামা নির্মাতাদের ছবিতে। রিয়াজ বড় ধরনের সাফল্যের দেখা পান মহম্মদ হান্নানের 'প্রাণের চেয়ে প্রিয়' ছবির মাধ্যমে। এ ছবির ব্যবসায়িক সাফল্য এবং ছবির 'পড়েনা চোখের পলক' গানটি তাকে তরুণ-তরুণীদের হার্টথ্রবে পরিণত করে। ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। একই বছর মতিন রহমান পরিচালিত 'মন মানেনা' ও আবিদ হাসান বাদল পরিচালিত 'তুমি শুধু তুমি' ছবিতে শাবনূরের সঙ্গে জুটি বেঁধে কাজ করে চলচ্চিত্রে আলোচিত হয়ে উঠেন রিয়াজ। রিয়াজ-শাবনূর 'বাদল খন্দকার' পরিচালিত 'পৃথিবী তোমার আমার' হিট হওয়ায় দারুণ চাহিদাসম্পন্ন জুটি হয়ে উঠেন। পরবর্তীতে রিয়াজ_পূর্ণিমার বিপরীতে সাফল্য পান। রিয়াজের ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকে 'মনের মাঝে তুমি' ছবিটি। দু-বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ছোটপর্দায় ও মডেলিংয়েও সাফল্য পেয়েছেন।

0 comments:

Post a Comment