Breaking News
Loading...
Friday, November 12, 2010

খ্যাতিমান স্কটিশ লেখক রবার্ট লুইস স্টিভেনসন ১৮৯৪ সালের ৩ ডিসেম্বর ভাইলিমায় পরলোকগমন করেন। তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক এবং ভ্রমণ কাহিনী লেখক। জর্জ লুইস বর্জেস, আর্নেস্ট হেমিংওয়ে, রুডইয়ার্ড কিপলিং, জেএম বেরি এবং জিকে চেস্টারটনের মতো লেখকরা তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।
১৮৫০ সালের ১৩ নভেম্বর স্কটল্যান্ডের এডিনবরায় জন্মগ্রহণ করেন স্টিভেনসন। তার পিতা থমাস স্টিভেনসন ছিলেন একজন খ্যাতিমান প্রকৌশলী। বিখ্যাত স্কটিশ ডিজাইনার ও প্রকৌশলী রবার্ট স্টিভেনসন ছিলেন স্টিভেনসনের পিতামহ। ৬ বছর বয়সে স্টিভেনসন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হন। এটি তাকে ১১ বছর বয়স পর্যন্ত ভোগায়। এই অসুস্থতার কারণে প্রাপ্তবয়সে তিনি ছিলেন অসম্ভব লিকলিকে। স্কুলে ভর্তি হওয়ার পর সেখানে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছিল স্টিভেনসনের।

যৌবনে স্টিভেনসনের পূর্ণ মনোযোগ চলে যায় লেখালেখি এবং ভ্রমণের দিকে। ফ্যানি ভ্যানডেগ্রিফট অসবর্ণকে বিয়ে করেন স্টিভেনসন।

প্রায় তিন বছর তিনি পূর্ব ও মধ্যপ্রশান্ত মহাসাগরে ঘুরে বেড়ান। এসব ভ্রমণ তাকে একজন সার্থক ভ্রমণ কাহিনী রচয়িতায় পরিণত হতে সহায়তা করে। মাত্র ৪৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ১৮৯৪ সালের এই দিনে।

ইমরান রহমান

0 comments:

Post a Comment