পাল আমলের প্রখ্যাত পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান একজন বৌদ্ধভিক্ষু এবং বৌদ্ধ ধর্মপ্রচারক ছিলেন। তিনি ৯৮২ খ্রিস্টাব্দে বিক্রমপুর পরগনার বর্জ যোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। এটি বর্তমানে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। অতীশ দীপঙ্করের বাসস্থানটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অতীশ দীপঙ্কর ছিলেন গৌরীয় রাজ পরিবারের রাজা কল্যাণশ্রী ও প্রভাবতীর দ্বিতীয় সন্তান। জ্ঞানার্জনের উদ্দেশ্যে অতীশ বিভিন্ন স্থানে ঘুরেছেন এবং বহু গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেছেন। তার গুরুদের মধ্যে ১২ জনের নাম পাওয়া যায়। তারা হলেন_ জ্ঞানশ্রী মিত্র, দ্বিতীয় কুশালি, জেতারি, কৃষ্ণপদ/বাল্যাচার্য, দ্বিতীয় অবধূতিপা, ডোম্বিপা, বিদ্যাকোকিল, মহিজ্ঞানবোধি, নারোপা, পণ্ডিত মহাজন, ভূত কোটিপা, মহাপণ্ডিত দানশ্রী, প্রজ্ঞাভদ্র, বোধিভদ্র প্রমুখ। ১০৪১ সালে বিক্রমশীলা বিহার থেকে যাত্রা শুরু করে দুর্গম হিমালয় পর্বতমালা পাড়ি দিয়ে তিব্বতে যান। তিনি সেখানে মহাযান বৌদ্ধধর্ম প্রচার করেন। তিনি বৌদ্ধশাস্ত্র, চিকিৎসা ও কারিবিদ্যা সম্পর্কে তিব্বতি ভাষায় দুইশরও বেশি বই রচনা অনুবাদ ও সম্পাদনা করেন। তিব্বতবাসী গৌতমবুদ্ধের পরই তাকে স্থান দেয় এবং মহাপ্রভূরূপে মান্য করে। তারা তাকে 'অতীশ' উপাধিতে ভূষিত করেছিল। এর পর থেকে তিনি অতীশ দীপঙ্কর নামে পরিচিতি লাভ করেন। ১০৫৪ সালে বাহাত্তর বছর বয়সে তিব্বতে অতীশ দীপঙ্কর শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ১৯৭৮ সালে তার দেহভস্ম চীন থেকে ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে আনা হয়।
গ্রন্থনা : শামছুল হক রাসেল
অতীশ দীপঙ্কর
Info Post
0 comments:
Post a Comment