Breaking News
Loading...
Sunday, November 28, 2010

মুঘল বংশের সেরা সম্রাট আকবরের পুত্র নূর উদ্দীন সেলিম জাহাঙ্গীর ১৫৬৯ খ্রিস্টাব্দে ৩১ আগস্ট ফতেহপুর সিক্রিতে জন্মগ্রহণ করেন। ফার্সি ভাষায় নূর উদদীন শব্দের অর্থ বিশ্বাসের আলো আর জাহাঙ্গীরের অর্থ বিশ্ববিজেতা। আকবরের দু'যমজ পুত্র মারা যাওয়ার পর তিনি গভীরভাবে শোকাহত হন। ঠিক এ সময় সেলিম চিশতি নামে এক আধ্ম্যাতিক সাধকের দোয়ায় আকবর পুত্রসন্তান লাভ করেন। ওই আধ্মাতিক সাধকই ভারত বর্ষের ভবিষ্যৎ কর্ণধারের নাম রাখেন।

জাহাঙ্গীরের প্রতি আকবরের স্নেহের অভাব না থাকলেও ক্ষমতার দ্বন্দ্ব দু'জনের মধ্যেই দূরত্ব সৃষ্টি করে। আকবর চেয়েছিলেন তারপর সিংহাসনে পুত্র জাহাঙ্গীর নয় প্রপৌত্র খসরু মির্জা বসবেন। এক পর্যায়ে ১৬০০ সালে তিনি বিদ্রোহীও হন। ১৬০৬ সালে সম্রাট আকবর মারা গেলে খসরু মির্জা সিংহাসনে বসেন। জাহাঙ্গীর ৮ দিনের মাথায় পুত্রের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। পরবর্তীতে তাকে অন্ধ করে দেওয়া হয়। জাহাঙ্গীর ১৬১১ সালে নূর জাহানকে বিয়ে করেন। তিনি মেবারের রাজপুতদের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলে মোঘল সাম্রাজ্যের ক্ষমতা সুসংহত করতে সক্ষম হন। ১৬২৭ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর জাহাঙ্গীর লাহোরে ইন্তেকাল করেন।

গ্রন্থনা : তাহ্মীদুল ইসলাম

0 comments:

Post a Comment