রাবেয়া খাতুন
Info Post
১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন রাবেয়া খাতুন। তার বাবা মৌলভী মোহাম্মদ মুল্লুক চাঁদ, মা হামিদা খাতুন। তার প্রথম প্রকাশিত গল্প 'প্রশ্ন' পূর্ব পাকিস্তানের প্রথম প্রগতিশীল সাপ্তাহিক 'যুগের দাবী'তে ছাপা হয়। পুস্তক আকারে প্রকাশিত প্রথম উপন্যাস 'মধুমতি'। তিনি এক সময় শিক্ষকতা করেছেন। সাংবাদিকতার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। ইত্তেফাক, সিনেমা পত্রিকা ছাড়াও তার নিজস্ব সম্পাদনায় পঞ্চাশ দশকে বের হতো 'অঙ্গনা' নামের একটি মহিলা মাসিক পত্রিকা। তার প্রকাশিত পুস্তকের সংখ্যা একশ'রও বেশি। এর মধ্যে রয়েছে উপন্যাস, গবেষণাধর্মী রচনা, ছোটগল্প, ধর্মীয় কাহিনী, ভ্রমণ কাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা ইত্যাদি। তার উপন্যাসের চলচ্চিত্রায়ণ হয়েছে প্রেসিডেন্ট [১৯৬৬], কখনো মেঘ কখনো বৃষ্টি [২০০৩], মেঘের পরে মেঘ [২০০৪], ধ্রুবতারা [২০০৬] এবং মধুমতি।
0 comments:
Post a Comment