Breaking News
Loading...
Monday, December 27, 2010

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ শামসুল হক। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। এক সময় পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিলেও পরবর্তী সময়ে তিনি সার্বক্ষণিক সাহিত্যকর্মে নিমগ্ন থেকে বৈচিত্র্যময় সম্ভারে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার লেখা উপন্যাস: নীল দংশন, স্তব্ধতার অনুবাদ, নিষিদ্ধ লোবান, খেলারাম খেলে যা, বৃষ্টি ও বিদ্রোহীগন। গল্প : তাস, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু। কবিতা: একদা এক রাজ্যে, বিরতিহীন উৎসব, অপর পুরুষ, বৈশাখে রচিত পঙক্তিমালা, অগি্ন ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা। নাটক : পায়ের আওয়াজ পাওয়া যায়, নূরলদীনের সারাজীবন, ঈর্ষা। তিনি তাঁর সাহিত্যকমের্র স্বীকৃতি হিসেবে সবচেয়ে কম বয়সে ১৯৬৬ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৬৯ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৮৩ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৮৭ সালে পদাবলী কবিতা পুরস্কার, ১৯৯০ সালে নাসিরুদ্দীন স্বর্ণপদকসহ অনেক পুরস্কার লাভ করেন।

0 comments:

Post a Comment