Breaking News
Loading...
Saturday, September 29, 2012


ভারত উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৮০-এর দশকে সামরিক সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতা। আবদুর রশীদ তর্কবাগীশ ১৯০০ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার তারুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কিশোর বয়সেই তিনি খেলাফত ও অসহযোগ আন্দোলনে যোগ দেন। মাত্র ২২ বছর বয়সে সিরাজগঞ্জে ঐতিহাসিক সলঙ্গা আন্দোলনে নেতৃত্ব দেন। কৃষকদের এই 'সলঙ্গা বিদ্রোহ' উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে 'রক্তসিঁড়ি' হিসেবে পরিচিত। তিনি উত্তর ভারতের বিখ্যাত দেওবন্দ মাদ্রাসায় শিক্ষাগ্রহণ করেন। লাহোরের এরশাদ ইসলামিয়া কলেজে বিতর্ক প্রতিযোগিতায় সেরা বাগ্মীর স্বীকৃতি অর্জন করে তিনি 'তর্কবাগীশ' হিসেবে পরিচিতি পান। ১৯৩৬ সালে মুসলিম লীগে যোগ দিয়ে পরের বছর তিনি আইন সভার সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী মুসলিম লীগ এবং আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৫৫ সালে মারি এবং ১৯৫৬ সালে লাহোরে গণপরিষদের অধিবেশনে তিনি বাংলায় ভাষণ দিয়ে বাংলা ভাষার প্রতি সম্মান প্রদর্শন করেন। বাগ্মী এই নেতা ১৯৫৭ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশনে মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ সভাপতিত্ব করেন। ১৯৭৬ সালে তিনি 'গণআজাদী লীগ' নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং দলটির সভাপতি নির্বাচিত হন। সামরিক সরকারবিরোধী আন্দোলন বেগবান করার লক্ষ্যে ১৯৮৩ সালে তাঁর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের এক যৌথ সভায় ১৫ দলীয় জোট গঠন করা হয়। এই ১৫ দলীয় জোট সামরিক সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খ্যাতিমান এই রাজনীতিবিদ ১৯৮৬ সালে ঢাকায় মারা যান। ২০০০ সালে সরকার আবদুর রশীদ তর্কবাগীশকে স্বাধীনতা পদকে ভূষিত করে।

0 comments:

Post a Comment