Breaking News
Loading...
Sunday, March 10, 2013

চলচ্চিত্রে মুখ্য চরিত্রে যাঁরা অভিনয় করে থাকেন বা সহজ কথায় যাঁরা গল্পের নায়কের চরিত্রে অভিনয় করেন সেই সব নায়কদের মহানায়ক বলা হয় বিশ্বখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা উত্তম কুমারকে। অভিনয়ের অসামান্য দক্ষতার বলে ভারতের পশ্চিম বংলার চলচ্চিত্র তথা বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্রকে বিশ্ববাসীর কাছে জনপ্রিয় করে তোলেন গুণী এ অভিনেতা।

১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন উত্তম কুমার। তাঁর বাবার নাম সাতকড়ি চট্টোপাধ্যায়। মায়ের নাম চপলা দেবী। জন্মের পর মা-বাবা নাম রাখেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। তবে দাদুর আদর করে ডাকা নাম 'উত্তম' নামেই পরিচিত হয়ে ওঠেন চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় এ অভিনেতা। ১৯৪৮ সালে নিতীন বসু পরিচালিত দৃষ্টিদান চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে অভিষেক হয় উত্তম কুমারের। তবে অভিনয়ে হাতেখড়ি হয়েছে সেই ছোটকালেই। রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটিকায় অভিনয়ের মধ্য দিয়েই অভিনয় শুরু করেন উত্তম কুমার। দৃষ্টিদান চলচ্চিত্রে কাজ শুরুর আগেই তিনি 'মায়াডোর' নামে একটি চলচ্চিত্রে কাজ শুরু করেন। কিন্তু চলচ্চিত্রটি মুক্তি না পাওয়ায় দৃষ্টিদানকেই উত্তমের প্রথম চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয়। তবে উত্তম কুমার দর্শকদের মন কাড়েন 'বসু পরিবার' চলচ্চিত্রটির মাধ্যমে। বসু পরিবারের সফলতার পর তাঁকে মূলত আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার দুনিয়া কাঁপানো এ অভিনেতা ১৯৪৮ সালে গৌরি গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। উত্তম ও গৌরির একমাত্র সন্তানের নাম গৌতম চট্টোপাধ্যায়। উত্তম কুমার শুধু একজন অভিনেতাই ছিলেন না। চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, সংগীতপরিচালক ও গায়ক হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে। বাংলা ও হিন্দি মিলিয়ে উত্তম কুমার ২০৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনটি করে চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজন করেছেন। সুর দিয়েছেন ১৯৬৬ সালে নির্মিত 'কাল তুমি আলেয়া' চলচ্চিত্রটিতে। উত্তম কুমার তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছেন বহুবার। বহুবার জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। উত্তম কুমার খুব বেশি দিন বেঁচে ছিলেন না। মাত্র ৫৪ বছর বয়সে ১৯৮০ সালের ২৪ জুলাই 'ওগো বধূ সুন্দরী' চলচ্চিত্রের শুটিং চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বলতম এ নক্ষত্রটি। উত্তম কুমার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে, 'সপ্তপদী', 'হারানো সুর', 'নায়ক' ইত্যাদি।

0 comments:

Post a Comment