ইলতুৎমিসের মৃত্যুর পর তাঁর কন্যা রাজিয়া সুলতানা (১২০৫-১২৪০) দিল্লির সিংহাসনে আরোহণ করেন। রাজিয়া ১২৩৬ খ্রিস্টাব্দ থেকে ১২৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ইলতুৎমিসের পুত্ররা অযোগ্য বিবেচিত হওয়ায় ইলতুৎমিস নিজেই কন্যা রিজিয়াকে দিল্লির সুলতান পদে মনোনীত করেন। তাঁর সিংহাসন লাভ সুলতানি আমলের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনিই একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে বসেন। নারী হয়েও তিনি সমস্ত প্রকার পুরুষোচিত গুণের অধিকারী ছিলেন এবং এই কারণেই ইলতুৎমিস তাঁকে উত্তরাধিকারী মনোনীত করে যান। কিন্তু তখনকার রক্ষনশীল ও ঈর্ষাকাতর মুসলিম আমির-ওমরাহগণ তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করলেও অসাধারণ বুদ্ধিমত্তা এবং বিভেদনীতির মাধ্যমে তিনি নিজের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে তোলেন। কিন্তু শেষ পর্যন্ত অভিজাত সম্প্রদায়ের ষড়যন্ত্রে তিনি সিংহাসনচ্যুত হন। বিচক্ষণ ও যোগ্য শাসিকা হিসাবে রাজিয়া বহুগুণের অধিকারিনী ছিলেন। সেই সময়ের পর্দা প্রথা তিনি মানতেন না এবং তাঁর সরকারি মুদ্রাতে ‘সুলতান’ খেতাব ব্যবহার করতেন। ঐতিহাসিক মিনহাজের মতে, “দিল্লির সুলতান পদ অধিকার করার মতো সমস্ত যোগ্যতা তাঁর ছিল”। সভাসদরা একজন নারীর অধীনে কাজ করবেন এটা মেনে নিতে পারেন নি। ফলে তারা এক ষড়যন্ত্রে লিপ্ত হয় ও ১২৪০ খ্রিস্টাব্দে সুলতানা রাজিয়ার মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর ইলতুৎমিসের দুই অযোগ্য পুত্র পরপর সিংহাসনে বসেন।
সুলতানা রাজিয়া
Info Post
0 comments:
Post a Comment